Apr 21, 2016
29 Views
0 0

ভাল কর্মের ফল স্বরুপ এবার শিরোপা লেস্টারের- ফ্রা প্রোমাংকালাচান

লিখেছেন:

থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষু ফ্রা প্রোমাংকালাচান মনে করছেন ইংলিশ প্রিমিয়িারশিপ ফুটবলে এবার শিরোপা জিতবে লেস্টার সিটি।

কেন তিনি মনে করছেন লেস্টার সিটি শিরোপা জিতবে? এই প্রশ্নে রয়টরস টেলিভিশনকে ফ্রা প্রোমাংকালাচান বলেন, “এটা কোনো ম্যাজিক নয়, ভিচাই তার ভালো কর্মের ফল পাবেন।”

লেস্টার সিটি এবারের ইংলিশ ক্লাব ফুটবলে ঝড় তুলেছে।

লেস্টার সিটির মালিক থাইল্যান্ডের ব্যবসায়ী ভিচাই শ্রীভাদানাপ্রভা। তিনি এই ভিক্ষুর একজন শিষ্য।

যে ক্লাবটি গতবছর রেলিগেশনের ঝুঁকিতে ছিল, তারা এবার প্রিমিয়ারশিপের চূড়ান্ত পর্যায়ে এসেও পয়েন্ট তালিকার শীর্ষে।

এখনও পর্যন্ত শিরোপার জন্য লেস্টার সিটিই ফেভারিট, কিন্তু লন্ডনের ক্লাব টটেনহ্যাম এখন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

যে চারটি ম্যাচ এখনো বাকি রয়েছে, সেগুলোর ফলাফলের ওপরই নির্ভর করবে লেস্টারের শিরোপা।

Facebook Comments

বৌদ্ধদের আরো তথ্য ও সংবাদ পেতে হলে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন।: www.facebook.com/buddhisttimes

দি বুড্ডিস্ট টাইমস.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। এখানে বৌদ্ধদের দৈনন্দিন জীবনের বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করা হয়। পাশাপাশি যে কেহ লিখতে পারেন দি বুড্ডিস্ট টাইমস এ। দি বুড্ডিস্ট টাইমস এর সাথে লেখ-লেখিতে যুক্ত হতে চাইলে ব্যবহার বিধি ও নীতিমালা পড়ুন অথবা নিবন্ধন করুন
এখানে।
Article Categories:
খেলা ধুলা
এক্সিকিউটিভ এডিটর । দি বুড্ডিস্ট টাইমস ডটকম
http://www.thebuddhisttimes.com

দি বুড্ডিস্ট টাইমস.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। এখানে বৌদ্ধদের দৈনন্দিন জীবনের বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করা হয়। পাশাপাশি যে কেহ লিখতে পারেন দি বুড্ডিস্ট টাইমস এ।

Leave a Comment

error: অনুগ্রহ করে কপি/পেস্ট মনোভাব পরিহার করি নিজে লেখার যোগ্যতা অর্জন করুন।