Oct 29, 2017
36 Views
0 0

রোহিঙ্গাদের মাঝে রিসসো কোসেই কাই এর ত্রাণ বিতরণ

লিখেছেন:

কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাপান ভিত্তিক মানবতাবাদী বৌদ্ধ সংগঠন রিসসো কোসেই কাই। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সংগঠনটির প্রতিনিধি দলের সদস্যরা উখিয়ার বালুখালী ও কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন রিসসো কোসেই-কাই বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার রেভারেন্ট আরিতুমি মিৎসুইউকি, চেয়ারম্যান অশোক বড়ুয়া, সহকারী ব্রাঞ্চ মিনিস্টার কাঞ্চন বড়ুয়া, কক্সবাজারের চেয়ারম্যান বাবুল বড়ুয়া, ভাইস চেয়ারম্যান রবীন্দ্র বিজয় বড়ুয়া, শিক্ষা বিষয়ক প্রধান অশোক বড়ুয়া, জেনারেল সেক্রেটারী মুকুট বড়ুয়া, রামুর চাপ্টার হেড দুলাল বড়ুয়া, কক্সবাজার সদরের চাপ্টার হেড অনুপ বড়য়া, পটিয়ার চাপ্টার হেড বিশ্বজিৎ বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণের চাপ্টার হেড বিমান বড়ুয়া, রামুর কালচারাল সেক্রেটারি সোনিয়া বড়ুয়া। এছাড়াও চট্টগ্রামের লিডার রেখা বড়ুয়া, স্বপ্না বড়ুয়া, মানিক বড়ুয়া, ডিপলু বড়ুয়া, জয়মালা বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী বিতরণ শেষে রিসসো কোসেই-কাই প্রতিনিধিরা রোহিঙ্গাদের সাথে কথা বলেন ও তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।-প্রেস বিজ্ঞপ্তি।

Facebook Comments

বৌদ্ধদের আরো তথ্য ও সংবাদ পেতে হলে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন।: www.facebook.com/buddhisttimes

দি বুড্ডিস্ট টাইমস.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। এখানে বৌদ্ধদের দৈনন্দিন জীবনের বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করা হয়। পাশাপাশি যে কেহ লিখতে পারেন দি বুড্ডিস্ট টাইমস এ। দি বুড্ডিস্ট টাইমস এর সাথে লেখ-লেখিতে যুক্ত হতে চাইলে ব্যবহার বিধি ও নীতিমালা পড়ুন অথবা নিবন্ধন করুন
এখানে।
এক্সিকিউটিভ এডিটর । দি বুড্ডিস্ট টাইমস ডটকম
http://www.thebuddhisttimes.com

দি বুড্ডিস্ট টাইমস.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। এখানে বৌদ্ধদের দৈনন্দিন জীবনের বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করা হয়। পাশাপাশি যে কেহ লিখতে পারেন দি বুড্ডিস্ট টাইমস এ।

Leave a Comment

error: অনুগ্রহ করে কপি/পেস্ট মনোভাব পরিহার করি নিজে লেখার যোগ্যতা অর্জন করুন।